Tuesday, May 26, 2015

তখন আমায় নাই বা মনে রাখলে

সঙ্গের ছবি দুটির প্রথম টি হাওড়ার শিবপুর শ্মশানঘাটের দেওয়ালে কবি রবীন্দ্রনাথ এর এক নিকট আত্মীয়ার বিয়োগে লেখা শোক কবিতা। নিতান্তই অবহেলিত ভাবে লেখাটি সময়ের কালিঝুলি মেখে পড়ে রয়েছে । উৎসাহি লোকচক্ষুর আড়ালে।
আর দ্বিতীয় ছবিটি শিলং শহরের উপকণ্ঠে একটি বাড়ির । বাড়ি টির বিশেষত্ব হল শিলং ভ্রমণ কালে এই বাড়িতে বসেই রক্তকরবী নাটকের খসড়া রচনা করেন রবীন্দ্রনাথ । অথচ ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে সাধারণ উৎসুক মানুষ জন এই বাড়িতে ঢোকার সুযোগ বড় একটা পায় না।
অথচ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামান্য তম হস্তক্ষেপ বা উদ্যোগে এই দুই ছবিই অন্য রকম হতে পারত। অসংলগ্ন বলে বা অপ্রাসঙ্গিক বলে সহজেই উপেক্ষা করা যায় এই দুই ছবিকে।




Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul