ক্লান্ত ক্লাউন
বলে মন উচাটন
আর নিষাদ সঘন
মেঘ গুড়ুগুড়ু ডাক
বুক দুরুদুরু ইচ্ছেরা
দুরত্ব ঘোচাক।
বলে মন উচাটন
আর নিষাদ সঘন
মেঘ গুড়ুগুড়ু ডাক
বুক দুরুদুরু ইচ্ছেরা
দুরত্ব ঘোচাক।
চল নীপবনে রাই
যত কলঙ্ক গায়ে মেখে
সরবত খাই।
যত কলঙ্ক গায়ে মেখে
সরবত খাই।
আমি সংসারে
সং সাজি রোজ,
আমি নিশিদিন প্রত্যাশি
খাবো ভুরিভোজ।
সং সাজি রোজ,
আমি নিশিদিন প্রত্যাশি
খাবো ভুরিভোজ।
চলো এইবেলা
অভিসারে ছাদে তবে যাই
চলো ঝিরঝিরে
বৃষ্টিতে তোমায় চুমু খাই।
অভিসারে ছাদে তবে যাই
চলো ঝিরঝিরে
বৃষ্টিতে তোমায় চুমু খাই।
সং-রং ধুয়ে যাক
অং বং চং ইচ্ছেরা
মনে মেঘে থাক।
অং বং চং ইচ্ছেরা
মনে মেঘে থাক।
(সমান্তরাল বইমেলা সংখ্যা ২০১৩ এ প্রকাশিত আমার একটি লেখা )
Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
Do Share your VIEWS and REVIEWS in the comment box below.
Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
twitter https://twitter.com/Nandanpaul
No comments:
Post a Comment