Thursday, May 4, 2017

ছেলে ভোলানো

আদিখ্যেতা
নেই পদ্য লিখতে লিখতে
ঘুম এসেছে যেই,
অমনি হঠাৎ
স্বপ্নে এল
পাগল হাওয়া।
আমার ময়ুরপঙ্খী নাও
তরতরিয়ে এগোল জল বেয়ে।
আষাঢ়, শ্রাবণ সেকেন্ড
মিনিট, ঘন্টা সময় দিন
সাঁতার কেটে চলল বিরামহীন।
গোলাপি দুটো ফিনফিনে রেখাদাগ
কুঁড়ি থেকে কখন ফুটে
গোলাপ গোলাপ পাপড়়ি ঠোঁটে
ঝিলমিলিয়ে উঠল হেসে, কে জানে?
এসব কথা খুব সাধারণ, আটপৌরে বাতুলতা,
কেউ বলবে আদিখ্যেতা কেউ
বলবে পিতৃত্ব সুখ।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আনসান
প্লিকটুস, গ্লুকস্যাম
ভুনটাই, ট্রিংজ্যাম
গ্লিটক্লুস, প্লংক্লিং
ইলক্লুৎ, ক্রাকঝিং
হ্লিকজ্যাম, ক্রিংক্রিং
টুংটাং, রিনরিন।
আনমনে আনসান এলোমেলো কথা।
কিইবা তাতে এসে যায়!
যদি দেখি শিশু শুনে এইসব ধ্বনি
চোখের সামনে কবিতা ঝরায়!
©Nandan Paul





Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

No comments: