Saturday, December 30, 2017

10 Easy Ways To Make Your New Year's Eve Really Remarkable


Friends at the beginning I convey my heartiest season's Greetings to YOU & your family. Hope you have achieved almost all you did as a resolution at the beginning of the Year. Some you have achieved, some have not. But believe me every day possess the power of a new beginning. It's not that easy to change your clockwork at the tickle of a calendar day. It's not that hard also to change your activity and mind set for what you have dream for. But chasing your dreams should not take you off from the reality. I know many of my friends knows these.
You must have planned a plenty of things to do on 31st Dec 2017 and 1st Jan 2018. A lot of partying, dinning out, visiting a city popular destination, tourist spot, picnic and so on. HOLD HOLD. What I am saying is less expansive but more satiating. What I am going to tell you is far beyond from all these. These few activities will bring your inner peace as well make you elevated to a real mode of celebration, enjoyment and merry.

1. 
There are lots of children residing in our country under the sky. They are in need for food ,shelter. They work. They sell balloons, dhoops, commodities in the traffic signals, they wash cars, work in tea stalls and so on.  Some of them beg for their daily meal. Have you ever met them? Try to interact with them. Before that you could buy some shirts, pants, frocks from hole sale markets. Hardly it will cost INR 150.00 per shirt, INR 200.00 per pant, INR 150.00 to 200.00 per frock. Now take a bag vroom your bike or car and go on a mission to find them out. At first they won't believe that you want to give them those clothing. Once you hand over the dress to the youngster now you get ready for the PRICELESS moment. The smile on their face might turn into a loud laugh, they might run in joy. Hold your heart don't let tears flow on your cheeks. You have lot more to get in return. When you find the next little one the parents of the previous child will discover you within that time and shower their blessings upon you. Might be they have no or little value but your heart will surely be satiated at the end of the day.
When you were buying the clothes if possible buy some blankets. Those you may gift to the elderly mass who sleep in the streets.



2.
While going out or coming in to your city through Howrah or Sealdah station have you seen little kids with dirty nails, faces and hands. They often sweep the train coaches and ask for money. They are your next target. They are addicted to adhesive called Dendrite. In order to get rid of HUNGER they squeeze the tube of the adhesive in a piece of cloth and inhale it. Buy some meal pack. Buy a platform ticket. Now you search for the young ones you wish to feed. They won't allow you at the first attempt into their territory. Don't get disheartened once you got the first one I am sure you will return empty handed.
A pack of biriyani costs INR 60.00 So plan your budget accordingly.
3.
If you have some earth remaining in your garden make it GREEN. Go to a nearby nursery. Buy some sapling of such a tree that gives some shade. Bring it . Make the soil. Plant it . A new friendship has now began. Nourish your friend through out the year. It will benefit you in future.
Cost depends upon the variety of the tree
Plus the cost of Pot & fertilizer .

4.
Give your house maid a couple of days PAID HOLIDAY. Do their work with your spouse. And let them spend the Year Eve with their family. When they return you have minimal complains and lot of happy stories from them. 
Cost Nothing


5.
In the traffic signals regularly you must have come across a lots of transgenders Hizras. They would unfold their palms, clap at you in demand of some money. You must have gone through utter disgust. You would have raise the glass of your car. You would have very some times out of fear of the curse they shower upon you have paid a little amount and pass on. HOLD HOLD. Now ask their name! They are also humane. They would interact. Try to talk in the manner you do with the other gender. Look at the smile on their face. It's PRICELESS.
Cost NOTHING


6.
Charity begins at home. Don't forget the proverb! Pick a talented needy student in your locality. Try to set aside some money for supporting his/her need of study. Now let you find your hard earned money be used in a genuine CAUSE.
Cost INR 500 to 1000 per month.

7.
Pay a surprise visit to an elderly relative who spends his/her days alone. Spend some quality time with him/her. Make the senior feel you value him/her as well you remember the Good Old Days.

Cost Fuel Charge
Some Gifts/ Sweets

8.
Try to visit a Old Age Home or an Orphanage. Spend a whole day with them with your partner or family including your kids with them. Interact with them. Share the LOVE and Happiness of yours with those who needs it the most.
9.
If you are very much keen to a PARTY or a PICNIC make sure it happens on your roof top. Gather everyone of your family. Cook, Do a barbecue, drink dance, laugh, smile. But don't make it turn to a noisy one.
10.
Refrain from Social Media stuffs for a couple of days. Be with your family or with your inner-self. Start a journey refreshed in the NEW YEAR.



Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Picture Courtesy All B/W Pictures : Internet
                            Color Pictures : Clicked By Me 

Monday, December 25, 2017

A Endless Journey | Happy Circus Mirror Maze | At Nicco Park, Kolkata

In history the very first MIRRORS were said to have in use in around 6000 B.C. in Anatolia (Modern Day Turkey). Mirrors made of polished copper were in use in Mesopotemia in 4000 B.C. and mirrors were in use in ancient Egypt during 3000 B.C. Mirrors made of alloy such as alloy and tin were in use in old age China and India.Mirrors made of speculum metal or any precious metal were hard to consume by the common mass and were only used by the wealthy.Introduction of GLASS MIRRORS changed the scenario a lot. During the vast time line in history mirror has played an important role. Be it Personal grooming or in the safety and medical usage, signaling, decorating, or in technology ,fine arts MIRRORS have played a great role.

Mirrors if placed in an parallel angle could make endless reflection. Using this theory fun park and entertainment parks are made. Recently that has been introduced in Nicco Park. Where young and junior folks could spend a nice day out, even the older people will get fascinated. 


NICCO PARK has introduce a new adventure – Happy Circus Mirror Maze which is integrated with great illusion through multiple reflections and intricate design that baffles and misleads one to create a fascinating and unforgettable experience. This is not just a maze with its endless hallways, infinite reflections and a new twist and turn waiting around every corner but is also full of surprises, interactive features, strong theming and SFX. A true ‘mind-bogging’ masterpiece!


On entering the “Mirror Maze” through an illusionary ‘Vortex’ tunnel you will be greeted by an arch of smiling clowns into a world that will leave you spell bound and will give an experience to rediscover the child within oneself. The façade has numerous animated characters and as one enters, they come across specialized gag cells characters equipped with surprise elements; shooting the adrenaline level while finding the way out of the maze.

The maze has an aura of illusion where one can see them and their friends multiply into dozens. With the beats of the happy tune, new patterns and motifs appear to mesmerize the visitors. A kaleidoscope of colored effects, with the help of brilliant LED colours, creates a sense of wonderment. it’s an attraction which kids and adults will want to back to many times.


The new attraction comes to Nicco Parkon the occasion of our Winter Carnival 2017 – adding more fun and joy in the festive season, when traditionally our mascot – Sheroo along with his friends join in all the merriment.
The ‘MIRROR MAZE’ inaugurated by the children visitors in presence of Mr. Abhijit Dutta, Managing Director, Nicco Parks & Resorts Ltd.along with Sheroo and his friends. It has opened its doors for all the visitors from Saturday, 16thDecember 2017. The entry fee is Rs. 70/- only per head.



Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Photo Courtesy: Nicco Park 

Sunday, June 25, 2017

Ally Perfume : Synthesis of Perfume with History


When ever we get time we use to go on wheeling. Last Tuesday it was in the Territi Bazar area. The Sunday Breakfast is a famous food joint you all know. And it is also the location of Kolkata's one of the popular Television News Channel 24Ghanta(situated in Poddar Court). At the back side of Poddar Court there is a narrow lane Sun-Yet-Sen Street. Full of dean n bustle of the lane will bother you, you will genuinely  search for a escape from this clatter. In between you could find a Odd Man Out shop named as Ally Perfumers . Our basic motto was to collect some perfume oils from there. As this place is such one where we pay visit occasionally.
Fragrances of Sandal, Summer, Ferarry, ET, Playboy filled the air with a leisurely mood.
As we entered the little shop the friendly shop owner Nmh. Md. Ismail greeted us with a smile. After knowing our choice and preferences he started the tasting . Began to apply pinch of aromatic oil from the big glass pitcher like bottle and applied on our arms. After a couple of minutes our Olfactory lobe became filled with heavenly fragrances. The freshness of Aqua, purity of Sandal , elegance of Ferrary and natural essence of Bela, Champa, Mogra, Chameli captured our senses. 


Apart from buying oils I continued to chat with the shop owner. Basically South Indian Muslim originated from Chennai Nmh. Md. Ismail's father N. Mohamed Haniff used to stay in Burma in the post Independence era. There they used to patronize Indian Independence League , the platform with a dream of freedom of their motherland. In the course of the activism of the Indian Independence League Mohamed Haniff came closer to Netaji Subhash Chandra Bose's ideology. Till date Mohamed Haniff's son Ismail proudly reminisces the story of his father's activity regarding Indian Independence League and Indian National Army .
He proudly welcomes us to the store room of the perfume shop. Where we found the money receipt of the donations made by his father laminated like photograph. Those were no less than some beautiful perfume. The perfume of our Motherland's Freedom.


Last but not the least the perfumes and oils sold in the shop are cheap and free from health hazards, and nature friendly also. Range of oils starts from INR 30 (little file) or INR 70 (medium file). Pinch of oil keeps you aromatic day long . Even after washing cloth you can smell faint fragrances. Go and have a visit to a beautiful little shop full of sweetness and History.



Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Friday, May 26, 2017

Dipankar Ghosh's Mt. Dhaulagiri expedition | A different Story

Dipankar Ghosh & Rajiv Bhattacharjee's name came to lime light when they climbed the Highest peak Mt. Everest way back in 2011.
Last year (2016) Rajiv Bhattacharjee went for the last expedition of his life in Mt. Dhaulagiri.
This year Rajiv's soul mate Dipankar went to climb Mt. Dhaulagiri. At the back of Dipankar's mind somewhere was this expedition a matter to pay homage to his dear Rajiv.
Dipankar climbed Mt. Dhaulagiri (8167m), the seventh highest peak of the world on 20.5.17 at 4.12 pm. The news spread immense joy to us the Bengali as Dipankar is the very first Bong to do so.
But when he was descending, at an altitude of 8000 mtr approx BIMAN BISWAS of ITBP (India) requested help from him as Biswas was then in mental Hallucination , Tired, Snow Blind and exhausted. He was unable to come down alone.
Although Dipankar was tired from 17 hours continuous climbing in such altitude. Yet some power came from within to help fellow climber adds Dipankar - "I was forced by the power of Almighty to save his life with another 22 hour's effort in such altitude.We saved our life. But some parts  (fingers) of our body got Frost bitten. Hope it will be recover with your blessings and Good wishes. I am happier to think that I could save Biman's life."
It's not the story of winning peaks or the story of saving the life of a fellow mountaineer.
If you notice the date we lost Rajiv it was on 19th of May 2016. Rajiv faced the same difficulties as Biman Biswas did on 20th May 2017. Biman got the arms of Dipankar to return him to the safe right track. That is the only satisfaction of Dipankar Ghosh. Now Ghosh is in Kathmandu under medical supervision. Soon he will be returning to Kolkata. Pray for speedy recovery of this REAL LIFE HERO






Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Thursday, May 4, 2017

ছেলে ভোলানো

আদিখ্যেতা
নেই পদ্য লিখতে লিখতে
ঘুম এসেছে যেই,
অমনি হঠাৎ
স্বপ্নে এল
পাগল হাওয়া।
আমার ময়ুরপঙ্খী নাও
তরতরিয়ে এগোল জল বেয়ে।
আষাঢ়, শ্রাবণ সেকেন্ড
মিনিট, ঘন্টা সময় দিন
সাঁতার কেটে চলল বিরামহীন।
গোলাপি দুটো ফিনফিনে রেখাদাগ
কুঁড়ি থেকে কখন ফুটে
গোলাপ গোলাপ পাপড়়ি ঠোঁটে
ঝিলমিলিয়ে উঠল হেসে, কে জানে?
এসব কথা খুব সাধারণ, আটপৌরে বাতুলতা,
কেউ বলবে আদিখ্যেতা কেউ
বলবে পিতৃত্ব সুখ।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আনসান
প্লিকটুস, গ্লুকস্যাম
ভুনটাই, ট্রিংজ্যাম
গ্লিটক্লুস, প্লংক্লিং
ইলক্লুৎ, ক্রাকঝিং
হ্লিকজ্যাম, ক্রিংক্রিং
টুংটাং, রিনরিন।
আনমনে আনসান এলোমেলো কথা।
কিইবা তাতে এসে যায়!
যদি দেখি শিশু শুনে এইসব ধ্বনি
চোখের সামনে কবিতা ঝরায়!
©Nandan Paul





Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Thursday, April 6, 2017

Why should we on Headlamp in Day time | বাইকে দিনের বেলা হেডলাইট কেন জ্বালব

মোটরবাইকে সওয়ারি অনেকটা স্বপ্নের মত। যানজটে স্তব্ধ গোটা রাস্তা, এই গরমে ভীড়ে নাজেহাল বাসবন্দী শহরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার একচেটিয়া স্বাধীনতা একমাত্র ওই দ্বিচক্রযানের। কিন্তু এগিয়ে যাওয়ার এই স্বাধীনতা মুহূর্তে পরিণত হতে পারে প্রাণঘাতী একটা দুর্ঘটনায়। ২০১৪ সালে ৩২ হাজার ৫২৪টি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাজা প্রাণ। ওই রছরই এক লক্ষ ২৭ হাজার ৫২৪ জন মানুষ আহত হয়েছেন শুধুমাত্র বাইক দুর্ঘটনায়। সংখ্যাটা নেহাত নগন্য নয়।
অটোমোবাইল পথ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন Automatic Headlamp On বা AHO র কথা।
আমি গত বছর ইউরোপের ডেনমার্কে দেখেছি দিনের বেলা দুই ও চার চাকার যানবাহন হেডল্যাম্প জ্বালিয়ে চলেছে পথে। কারনটা আর কিছুই নয়, গাড়ি চালানোর সময় অন্য গাড়ির কাছে নিজেকে আরও দৃশ্যমান করে তোলা
বিশেষত ভোরে বা সন্ধ্যা বেলায় হেডল্যাম্প ভীষণ সাহায্য করে ড্রাইভ করতে।
তাই ভারত সরকার, DRL বা কারের ডেটাইম রানিং ল্যাম্প এর মত AHO আনতে চলেছে আগামী প্রজন্মের বাইক গুলিতে।
ইতিমধ্যেই ARAI বা Automotive Research Association of India থেকে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী র কাছে AHO র উপর একটি বিশদ প্রেজেন্টেশন এসেছে। সরকারি একটি নোটিফিকেশন এ বলা হয়েছে এরপরের বছর থেকে ম্যানুফ্যকচার হওয়া বাইক গুলির ইগনেশন সুইচ অন করলেই জ্বলে উঠবে হেডল্যাম্প। সেক্ষেত্রে হেডল্যাম্প অফ করার কোন উপায় থাকবে না চালকের হাতে। এপ্রিল ২০১৭র পর তৈরি হওয়া প্রায় সমস্ত মোটরবাইক এ এই সুবিধাটি থাকবে। ইতিমধ্যে ভারতের সুপ্রিম কোর্টও একটি কমিটি তৈরি করে টু-হুইলারের পথ নিরাপত্তা নিয়ে সমীক্ষা চালিয়ে সেই কমিটির সুপারিশ পেয়েছে। তাতে বলা হয়েছে বিশ্বের অনেক দেশেই মোটরবাইকে দিনের বেলা হেডল্যাম্প জ্বালিয়ে চালানোর ফলে বাইক দুর্ঘটনার সংখ্যা চোখে পড়ার মতো হ্রাস পেয়েছে। বিশেষ করে ইউরোপে ২০০৩ থেকে AHO শুরু হয়েছে।
এছাড়াও দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বিশেষ কোনও অ্যালার্ম সাউন্ড সিস্টেম যদি বাইকে বসানো যায় সে বিষয়েও ভাবনা চিন্তা করছেন বিশেষজ্ঞরা।








Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Wednesday, April 5, 2017

Ramrajatala, a brief info | রামরাজাতলা সংক্ষিপ্ত ইতিহাস

            
Ramrajatala in Howrah is a famous place from very ancient time in history. The five century old city is such a place where history and folklore walks hand in hand. It is said that about 250years ago famous Zamindar of Santragachhi, Ayodhyaram Choudhury got some Divine instructions to worship King Rama. After which the Zamindar started a huge Barowari Puja of Lord Rama. That Puja got a massive popularly in the passage of time and the locality was named after it Ramrajatala.
But during that time Barowari Saraswati Puja was very famous and the villagers used to enjoy the same a lot. So some villagers those were the fond of the Saraswati Puja opposed the RamRaja Puja. The two groups came to a conclusion after numerous discussions that RamRaja Puja would be done with pomp and glory provided the structural commencement of RamRaja Puja would take place on Saraswati Puja, and The Goddess of Wisdom Saraswati would be placed on the top of Lord RamRaja & Sita. From then till today it has become customary to cut the bamboo from the bamboo groove of Sasthitala and perform the very first Puja of those bamboos at Choudhury Para Shib Mandir on the day of Saraswati Puja. After some days the relatives of Gour Pal (from Kumartuli) start preparing the deities at AatChala of Ramrajatala Bazar.
During the initial days the Puja and Melanie would have held for three days. After that it continued for a fortnight and then up to a month. Now a days the RamRaja Puja starts on RamNavami in Chaitra or Baisakh (Bengali Month) and continues up to the last Sunday of Shraban month. The Puja and the Mela continues for these four months. Perhaps it is the longest and only Indian Mela of it's kind. The previous glamor like Yatra on every Sunday & Saturday night are not happened now. But daily Puja, Aarti, Bhog Nivedan are observed till date.
Other than Lord Ram and Sita in their courtroom attire one will find Laxman, Bharat, Shatrughana, Bibhisana, Hanuman & Jambuban. The deities of Lord Siva along with his followers Nandi & Bhringi , Lord Brahma, five Pratimas of Saraswati, Jagaddhatri are also watch worthy. Separate temple for Mahavir Hanuman, Savitri Satyaban and Bamana Avatar of Lord Vishnu surrounds the Mandir Complex.
In this connection it is notable to pay a visit to SoumyaChandi(at Ichhapur), Natun Nabanari & Puratan Nabanari (at Baksara) when one is coming to Ramrajatala. The Puja of SoumyaChandi starts two days before RamNavami. The Natun and Puratan Nabanari Puja commences on Akshay Tritiya and Buddha Purnima respectively.


হাওড়া জেলার সাঁতরাগাছি অঞ্চলের রাম পুজোর পরিচিতি খুব প্রাচীনকাল থেকেই। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে সাঁতরাগাছি-র প্রখ্যাত জমিদার অযোধ্যারাম চৌধুরী রাজবেশধারী রাম-সীতার পুজো প্রবর্তন করার কিছুদিন পর থেকেই রামমন্দির সন্নিহিত এলাকা রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে ।
                 কথিত আছে রামভক্ত অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশে শ্রী রামচন্দ্রের পুজো করার নির্দেশ পান । সেই স্বপ্নাদেশের রূপায়নে তিনি উদ্যোগী হন বিশালাকারে এবং বারোয়ারি পুজোর আদলে রামসীতার পূজার্চনা করতে । কিন্তু সেই সময় এই এলাকায় বারোয়ারি সরস্বতী পুজোর খুব খ্যাতি ছিলো এবং আপামর গ্রামবাসী এই পুজোয় মেতে উঠতো ; ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধীতা করলেন । দুদলের ধারাবাহিক আলোচনায় শেষমেষ এই সিদ্ধান্ত হলো যে , রামসীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পুজোর মধ্য দিয়ে । আর রামসীতার মূর্তির উপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী ।
           সেই থেকেই এখনও অবধি সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরীপাড়ায় শিবমন্দিরে বাঁশ পুজোর মাধ্যমে রামসীতার মূর্তি গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয় । এর অল্প কিছুদিন পর থেকেই রামরাজাতলা বাজারের আটচালায় কুমারটুলির প্রতিমা শিল্পী গৌর পালের বংশধর-রা প্রতিমা নির্মাণ শুরু করে দেন ।
             আড়াইশো বছরেরও বেশী প্রাচীন এই পুজো প্রথমে তিনদিন ,তারপর পনের দিন , আরও পরে একমাস ধরে চলতো । বর্তমানে চৈত্র বা বৈশাখ মাসে রামনবমী তিথিতে শুরু হয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রাম পুজো ও সেই উপলক্ষ্যে অনুষ্ঠিত মেলা চলতে থাকে । আগে এই পুজো চলাকালীন প্রতি শনি ও রবিবার যাত্রাপালার আসর বসতো ! সেসব এখন আর হয়না ঠিকই ,তবে প্রতিদিন পুজো ,ভোগ নিবেদন ,সন্ধ্যারতি ইত্যাদি চালু আছে । 
          রাবণবধের পরে সপারিষদ রাজা রাম ও সীতার মূর্তি এখানে পূজিত হয় । সঙ্গে আছেন মহাদেব ,ব্রম্ভ্রাসহ মোট ২৬ টি প্রতিমা । অবশ্যই রামসীতার মাথার উপরের দিকে অবস্থান করছেন পাঁচটি সরস্বতী প্রতিমা । এছাড়া আছেন দেবী জগদ্ধাত্রী-র দুটি মূর্তি,এক্কেবারে উপরে বসুদেব, রামের দুইপাশে লক্ষণ ,ভরত ,শত্রুঘ্ন ,বিভীষণ ,হনুমান ,জাম্বুবান ,শিবের অনুচর নন্দী-ভৃঙ্গি ইত্যাদি ।
    পাশে আলাদা ভাবে আছে মহাবীর হনুমানের মূর্তি ; সাবিত্রী-সত্যবান এবং বিষ্ণুর বামন অবতারের মূর্তির আলাদা মন্দিরকক্ষ ।
       রামরাজাতলার কাছেই ইছাপুরে পূজিত হন সৌম্যচন্ডী, বাকসাড়ায় নতুন ও পুরাতন নবনারী । রামনবমীর দুদিন আগে সপ্তমীর দিন পুজো শুরু হয় সৌম্যচন্ডীর, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধপূর্ণিমাতে নতুন ও পুরাতন নবনারীর পুজোর সূচনা হয় । তবে কেবল রামরাজাতলাতেই চারমাস ব্যাপী মেলা চলে , যা ভারতের দীর্ঘতম মেলা । আগস্ট মাসের ২য় বা ৩য় রবিবার (শ্রাবণ মাসের শেষ রবিবার) বিশাল শোভাযাত্রা সহকারে চারটি বিশালকায় প্রতিমার বিসর্জন হয় , যা "রামবিজয়া" নামে পরিচিত ।
তথ্যসূত্র : শ্রী রামরাজা পরিষদ প্রকাশিত পুস্তক , এখন দিগন্ত পত্রিকা, হাওড়া জেলার ইতিহাসরামরাজাতলা-র রাম পুজো-র সংক্ষিপ্ত ইতিহাস ।।
                


Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

Wednesday, January 11, 2017


"আপনি চাঁদকে দেখেছেন? " প্রশ্নটা ওঁরা করতেই পারতেন। যদি ওঁরা আসাননগরের খোঁজে বাউল হতেন। একশো সুতোর ঠাস বুনোটে নিটোল নক্সা জ্যাকার্ড তাঁত মেশিনে তুলে আপনার চোখে ধাঁধা লাগিয়ে দিতেও পারতেন ওঁরা। যদি বয়ন শিল্পী হতেন। আর রসিক হলে খেজুর গাছে হাঁড়ি বেঁধে ভোর রাতে রস নামিয়ে তাতে খড়ের জ্বাল দিয়ে মন কাড়া নলেন গুড় বানিয়ে রসনা সরস করতে পারতেন। কিংবা সুরের নেশায় বেহালার ৬টা তারে ছড়ের টানে সিম্ফনিতে মাতিয়ে রাখতে পারতেন তামাম অপেরা হাউসের শ্রোতাদের। কিন্তু ওঁরা এসব কিছুই করেননি। সবুজ মাঠে সজীব, সুন্দর, আনকোরা কিছু শৈশবকে ওঁরা নিজেদের মত করে গড়ে তুলেছেন। কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই কর্তব্য পালনের মতন করে, নিজের সন্তান সময় মমত্বে, শাসনে, আদরে, শৃঙ্খলায়, আশকারায়- ওঁরা ফুটবলার তৈরি করেন। বাইট, কোট(quote), ডিঙ্কি লাইট বা ফ্ল্যাশগানের আলো থেকে আদতে কয়েক আলোকবর্ষ দূরে থাকতেই ওঁরা স্বচ্ছন্দ। ওদের মধ্যে কেউ কেউ চাকরি করেন, বাকিরা ফুলটাইম ফুটবলে। যাঁরা চাকরি করেন তাঁরা অফিসের সময়টা বাদে সকাল বিকেল ঘাসের সবুজে প্রতিভার অন্বেষণ আর তার লালন পালনেই নিয়োজিত এবং নিমজ্জিত। অনেকের মাস মাইনের সিংহভাগটাই চলে যায় ছাত্রদের টিফিন, বল, বুট, হোর্স, জার্সি প্যান্টের খরচায়। তবু ওঁদের আক্ষেপ নেই, মনের গভীরে না পাওয়ার বেদনা থাকলেও তা মুখ ফুটে বলার বাসনা নেই। ছাত্রদের সাফল্যেই পরম প্রাপ্তি, আর আছে মন ভারী হয়ে আসা চোখের কনীনিকা জুড়ে গর্বের আনন্দাশ্রু। এঁদের মধ্যে অনেকেই এখন বয়সের ভারে প্রবীণ। অশক্ত হাড়ে অসুখ থাবা বসিয়েছে, তবু মাঠ আর ফুটবলের নাম করলেই পাঁজর ভরে যায় টাটকা বাতাসে। হুগলির চকবাজারে থাকেন ভোলা-দা। ভাল নাম শ্রী অশ্বিনী বরাট। সুরজিৎ সেনগুপ্ত, তন্ময় বোস, স্বরূপ দাস, অনীত ঘোষ, ফাল্গুনী দত্ত থেকে এখনকার বিশ্বজিৎ সাহা ওঁর হাতেই তৈরি। ২০১১ সালে এ হেন গুরুকে গুরুদক্ষিণা দিতে এগিয়ে আসে চন্দননগরের "আমাদের প্রয়াস" নামক একটি সংস্থা। তারা ভোলা-দার সন্মানে একটি বেনিফিট ম্যাচের প্রস্তাব নিয়ে প্রবীণ কোচের বাড়ি যান। কিন্তু শুরুতেই বিপত্তি। বেঁকে বসেন অশ্বিনী বরাট। জীবনে ফুটবল থেকে একটা পয়সাও রোজগার করেন নি। শেষ বয়সে আবার টাকাকড়ি কেন? বিপাকে আয়োজকরা। শেষমেশ উপায়ান্তর না দেখে উপায় বাতলান স্বয়ং ভোলা-দা, "আমার বয়স হয়েছে, ফুটবলকে আমার দেওয়ার কিছু নেই আর, তোমরা বরং টাকাপয়সা যা দেবার, চঞ্চল মজুমদারকে দাও"। চঞ্চল মজুমদার চন্দননগরের নবীন কোচ, সেই সময় তাঁর দুটো কিডনিই বিকল, চিকিৎসার জন্য চাই অর্থ। যেমন ভাবনা তেমন কাজ। হল অশ্বিনী বরাটের বেনিফিট ম্যাচ। চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পেলেন চঞ্চল। ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার অচিন্ত্য মান্নার পাশেও সংগঠকরা দাঁড়ালেন ১০ হাজার টাকা নিয়ে। সারা জীবন শুধু ফুটবলকে ভালবেসে মাঠের নেশায় বুঁদ যিনি তিনিই তো পারেন এমনটা করতে।






Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul