Tuesday, January 2, 2018

A Green Taxi Full of TOONS | Kolkata's Nature Love | CAR-TOON On The Go

"আগে শোধরাও নিজে
দেখবে তোমার রুক্ষ শহর
ধুলোর ধোঁয়ার শহর 

একদিন ঠিক বদলে গিয়ে 
সবুজ এবং ভিজে "


"দিনে দিনে মুছে যাচ্ছে যারা -

রুগিপাগল চিকিৎসক 
ছাত্রপ্রিয় সুশিক্ষক 
ভালোমানুষ ছোটধুতি 
মাথায় কালো ছাতা 
তোমায় খুঁজে পেতেই হবে 
হারানো কলকাতা"

এই লিমেরিক গুলো চোখে পড়েছে আপনার ? আমার শহরে ধাবমান এই লাইন গুলো রংরুটে এখন ঘুরে বেড়াচ্ছে। একটা গাড়ি। সাদা আম্বাসাডর। ছা পোষা তার চালক। নম্বর WB 20 G 6872 আপাতত ওই লাইন গুলোর ঠিকানা এই গাড়িটাই। কার টুন।  টেনে টুনে সংসার চালান ধনঞ্জয়। ডাকনাম বাপি। পপুলার বাপি গ্রিন ট্যাক্সি নামেই। বিগত ৫ বছর ধরে সাদামাটা ট্যাক্সি তে পরিবেশ ভাবনার বার্তা ছড়িয়ে চাকা চালাচ্ছেন ব্যাপী। এবার এগিয়ে এসেছে কিছু শুভানুধ্যায়ী মানুষজন আর কার্টুনদল, বাপিকে নামমাত্র অর্থের বিনিময় এ একটি দুধ সাদা আম্বাসাডর দিয়েছেন চিত্রশিল্পী প্রদীপ  মৈত্র। সাদা আম্বাসাডর তো নয়।  

এ যেন ক্যানভাস। এগিয়ে এলেন চিত্রশিল্পী পার্থ দাশগুপ্ত ,দেবদত্ত গুপ্ত , রিদ্ধিক দত্ত ও কার্টুনদল। একদম পিকনিক পিকনিক উদ্যমে কাজ শুরু হল। উপল গানে গানে রহস্যের জাল বিস্তার করে কার টুনএর প্রমোশনাল ভিডিও তে জানালেন নতুন বছরে কলকাতা পেতে চলেছে দারুন একটা বিষয়।

শহর জুড়ে আকাশমুখি অট্টালিকা বিকেল সকাল এর রোদচোর। খালি কনস্ট্রাকশন আর প্রোমোটিং। সবুজ খুঁজতে হয় দূরবীন দিয়ে আকাশ এর নীল তো ঔজ্জ্বল্য হারিয়ে এখন গ্রে। প্রশ্বাসে নেওয়া বাতাস এ ভাসমান ধূলিকণার পরিমান রোজ বাড়ছে তবু উদাসীন। সবাই। কোথায় চলেছি আমরা? প্রশ্নটা সবার মনে কিন্তু নিজের মতো করে সচেতনতার পাঠ টা যিনি শেখাতে চেয়েছিলেন সেই ধনঞ্জয় চক্রবর্তী সবুজ নিধন এর কুফলের প্রচারে এবারে পেলেন কার-টুন। ব্যাঙ্গচিত্র এমন মোক্ষম মাধ্যম যার জোর হাজার শব্দ হাজার চিত্রর চেয়েও বেশি। প্রখ্যাত কার্টুনিস্ট উদয় দেবএর বার্তায় উদ্যম পেল কার-টুন। 

কেউ শিক্ষা দিয়ে যায় , কেউ শিখিয়ে দিয়ে যায় I যার বা যাদের হারাবার কিছু নেই, তারাই বোধহয় খোলস থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে চায় I যাদের লোভ কম ,তাদের সাহস বেশি I সেই রকম মানুষ যারা কোনো দিনই কোনো কিছুকে নিজের বলেই দাবি করে না , আঁকড়ে থাকতে না থাকতে চায় না , সেই সকল অন্য মানুষদের জীবনে সম্পদ শুধু একটাই , যা তাঁরা আজীবন ধরে সঞ্চয় করে I আত্মসম্মান I এমনই একজন অন্য রকম মানুষ বাপি দা I আমাদের সকলের বাপি দা I যার নুন আনতে পান্তা ফুরোয় I বৃষ্টি হলেই আকাশের সাথে সাথে বাড়ির ছাদ ফুটো হয়ে টপ টপ করে জল পড়ে I আর জল পড়লেও বা কি , বাপি দার একদিন ও ভুল হয় না পাখিদের জন্য মাটির মালসাতে করে জল ধরে রাখতে I সারা দিন ঘ্যান ঘ্যান..... ' আচ্ছা বলতো দাদা , নতুন আর কি করা যায় !" " একটু ছবি আঁকা শেখাবে ?" "আমি সব সময় তো কিছু না কিছু ভেবেই চলেছি , আঁকতে গেলে আমার ভাবনাটাকে আর ছবির মাধ্যমে ফোটাতে পারি না " I এরম ঘ্যান ঘ্যান আর শোনা যায় না I এরম ভাবে আর বিরক্ত করে না কেউ ,কাউ কে I যুক্তি আর তক্কো কিন্তু সব সত্যি গপ্পো I স্বপ্ন সত্যি হতে দেখতে কে না ভালোবাসে ? আমরা, কার্টুনদল চেষ্টা করেছিল বাপি দার স্বপ্নকে ভাগ করে নিতে I কেউ ডাক্তার ,কেউ আই টির প্রোগ্রামার , কেউ নৃত্য শিল্পী, কিন্তু এদের সকলের স্বপ্নের সাথে বাপি দার স্বপ্নের রং মিলে যায় ,অন্য রকম কিছু করতে হবে I ছবি আঁকতে হবে I ছোট ছোট ছেলে মেয়েদের প্রতিভা দেখে সকলে মুগ্ধ . দেবদত্ত দা(গুপ্ত ) , প্রদীপ দা (মৈত্র ).হিরণ দা (মিত্র ), অনুশ্বেতা, ঋদ্ধিক, পিয়ালী ,রজতেন্দ্র, ছোটু , সায়ন্তিকা , সংহতি , সম্প্রীতি , সকলেই বাপিদার স্বপ্ন ছোট ছোট করে ভাগ করে নিয়েছিলেন I নতুন বছরে আরও রঙিন স্বপ্নের জন্য সকলে অপেক্ষায় আছে প্রিয় বাপি দা I 
ভালো থেকো I "

হৈ হৈ করে নতুন বছরের প্রথম দিন এ রাস্তায় ছুটলো কার-টুন যার ভিতরে বাইরে পরিবেশ সচেতনতার বার্তা। আশা সাধারণ মানুষ ,শিশুরা এসব দেখে অন্তত বুঝবে একমাত্র প্রকৃতিই পারে আমাদের বাঁচাতে তাই সবুজ প্রকৃতিকে কোনো ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।    



 শহরের পথে কার-টুন 



বাপিদার সবুজ রথ 
এত দিন পরিবেশ সচেতনতা ছড়িয়েছেন এই ট্যাক্সিতেই 


এই দারুন কর্মকাণ্ডের সব লাইভ ভিডিও ও পোস্টের লিঙ্ক নিচে দেওয়া হল। 








লেখাটির তথ্য ঋণ শ্রী উদয় দেব এর ফেসবুক পেজ...




Do Share your VIEWS and REVIEWS in the comment box below.

Follow me in facebook https://www.facebook.com/nandan2017/
                       twitter https://twitter.com/Nandanpaul

No comments: