Saturday, April 17, 2021

তুমি আর আমি গিয়েছি যে সরে সরে



শুভ নববর্ষ। বেশ কিছুদিন বাদে আবার লিখতে বসলাম। গৌতম চট্টোপাধ্যায়ের লাইন গুলো মনে পড়ছে। একটু বদলে নিলে হয়, পৃথিবীটা নাকি ছোট হতে হতে ইউ টিউব, ফেসবুক আর টুইটারে বন্দী হয়ে পড়েছে। বেশ কয়েক বছর নিজে ব্যাক্তিগত উদ্যোগে কণ্টেণ্ট তৈরি করতাম । এখন সেই কাজটাই দেশের একটি অগ্রগণ্য চ্যানেলের জন্য করি। আর সেই সুত্রেই কাজ করতে বেরিয়ে একজন খুব জনপ্রিয় কন্টেণ্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপ হল। 

তিনি এতটাই জনপ্রিয় যে নাম বললে যে কেউ চিনবেন। আর তাঁকে এই ব্লগে ট্যাগ করলে বা তিনি এই ব্লগটি শেয়ার করলে এই ব্লগটা ভাইরাল হয়ে  পড়বে। আপাতত আমি সে পথে যাচ্ছি না। তাঁর নামটা বলছি না। তা সে যাই হোক, তাঁর সঙ্গে পরিচয় হবার পর দেখলাম, মানুষটা তাঁর ভ্লগ জীবনের চেয়ে একদম আলাদা। ভিডিওতে মারাত্মক চোখা চোখা শব্দ, আক্রমণ শানানো বাক্য। কিন্তু বাস্তবে মানুষটা একদম অন্যরকম। বড় শান্ত, ম্রিয়মান বা বলা ভাল খুব একা। দামি বাড়ি, গাড়ি আছে বেড়াতে গেলেও স্পনসরশিপ আছে। কিন্তু নেই যেটা সেটা হল প্রাণ খুলে বাঁচা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে নেই বন্ধুদের সঙ্গে আড্ডা, নেই গণপরিবহনে যাতায়াতের স্বাধীনতা। যেন স্বেচ্ছায় আরোপিত জনপ্রিয়তার একটা মজবুত খাঁচায় বন্দী তিনি। হয়ত হাঁসফাঁস করে কিন্তু উপায় নেই এই খাঁচা ভেঙে এক মুহুর্তের জন্যও বেরোনোর। উপায় নেই সাইবার তারকা খচিত আকাশ থেকে বেরিয়ে এসে মুক্ত আকাশের দিকে চেয়ে মাথা তুলে একমুহুর্ত তাকানোর! 

 আসলে আমাদের এই সাইবার জীবন যাপন হয়ত এরকমই। যেটা দেখছি সেটা হয়ত দেখানো হচ্ছে। আমি সেটা নয়। আমি আসলে যা সেটা অন্য কেউ। আমি হঠাৎ যদি খুব ভাইরাল হয়ে পড়ি । তারপর দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারব না, বা সিগারেট খেতে পারব না! কারন আমার সেই নিতান্ত সাধারন ছবিই হয়ত ভাইরাল কণ্টেণ্ট হয়ে ঘুরবে এই 'সাইবার কলতলায়'। আসলে আমিই আমার চারপাশে একটা কোকুন বানিয়ে তার মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি। স্বআরোপিত একটা নির্মোকের জালে নিজেকে আবদ্ধ করে ফেলেছি। 

সাইবার সেই আঙিনায় আমরা সব্বাই এক কঠিন মানসিক অসহায়তায় ভুগছি। আপনি হয়ত মানুষটা শান্ত, নিরুপদ্রব কিন্তু কোনও বিষয় আপনার পছন্দ না হলে আপনার ভিতর থেকে বার হয়ে আসছে একটা অন্য মানুষ। যাকে অবদমিত করে রেখেছে আপনার দৈনন্দিন যাপন। আর সে বার হয়ে এসে কমেন্টের পর কমেন্ট করছে। তীব্র তার ঝাঁঝ। সেই তীব্রতার খতিয়ান পড়ে সেই কমেন্ট থ্রেডের মানুষটা আর আসল মানুষটাকে পাশাপাশি রাখলে চেনা যায় না। এমনই মাহাত্ম এই সাইবার উঠোনের। আসলে সাইবার গণতান্ত্রিকতা সব্বাইকে দিয়েছে অধিকার, বলবার, দেখানোর। আর সেই অধিকার অভ্যাস করতে করতে কখন সেটা সীমানা পার হয় সে খেয়াল থাকে না। বলতে বলতে যা খুশি বলা যায় যেন। যাকে খুশি বলা যায়। শালীনতা , শিক্ষা সব তাকে তুলে রেখে যেন বলা যায়। গলার রগ ফুলিয়ে কখনও কখনও "চোপ" বলেও প্রতিষ্ঠা করা যায় নিজের মত। 

আসলে আমরা বড্ড একা হয়ে গেছি। আমাদের আড্ডা নেই। অকারন ঝগড়া নেই। হঠাৎ হেসে ওঠা নেই। ঠাট্টা আজ তাই 'লেগ পুলিং' বা 'বুলিইং' হয়ে গেছে। আমাদের দৌড়ে বড্ড দেখনদারী এসেছে। পারলে প্রতি সপ্তাহান্তে সাইবার ডিটক্স করুন। অনেকেই এখন করছেন। ছুটিটা পরিবারের মানুষদের সাথে বা বন্ধুদের সাথে উপভোগ করুন। আর হ্যাঁ সেই আনন্দের মুহূর্ত গুলো থাক আপনার একান্তই ব্যাক্তিগত, সোশ্যাল মিডিয়ার জন্য নয়। কোনটা গোপন আর কোনটা ওপেন ফোরামে রাখব চলুন সে অভ্যাস করা শুরু করি আপনি আমি সবাই। এই ১৪২৮ হোক আমাদের সংশোধনের বছর। 

No comments: