Monday, May 17, 2021

প্রকৃতির প্রতিশোধ

২০-০৫-২০ থেকে ঠিক ৩৬২ দিন পর আজ আবার একটা জাতীয় বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ। গুজরাতে তাণ্ডব চালাতে চলেছে ঘূর্ণিঝড় তাউট। আমফানের স্মৃতি এখনও টাটকা তাই আশঙ্কায় বুক দুরুদুরু। ইতিমধ্যে প্রিমাথ শুরু হয়ে গেছে কেরল, মহারাষ্ট্র আর কর্ণাটকে। 

এখনও মনে আছে ২০ মে ২০২০র সন্ধ্যে আর তার আগে ও পরের দিন গুলো। একটা আন্তর্জাতিক টিভি চ্যানেলের জন্য কাজ করছিলাম তখন। খুব সামনে থেকে দেখেছি তাণ্ডবনৃত্য ও তার দরুণ হয়ে যাওয়া ক্ষয়ক্ষতি। মহামারী পরিস্থিতি একে চালাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি তার মধ্যে প্রাকৃতিক তাণ্ডব। আমি অবশ্য তাণ্ডব না বলে প্রতিশোধই বলব। আমাদের দৈনন্দিন জীবন যত সময় যাচ্ছে প্রকৃতি বিমুখ হয়ে পড়ছে আর তারই প্রতিশোধ তুলছে প্রকৃতি। শুধু বাক্স বাক্স বাড়ি ঘরদোর। প্রকৃতিকে প্রায়োরিটি লিস্টে রাখে না কেউই। না জনগন না সরকার। তাই উন্নয়নের নামে সারা দেশ জুড়ে যথেচ্ছাচারটাই এখন দস্তুর। 

সবাই সহ্য করে প্রকৃতি সহ্য করে না। সে ঠিক তার নিজের ভারসাম্য বজায় রাখে। আর তাই এই প্রাকৃতিক রোষ!  মানুষ এই পৃথিবীটাকে নিজের করায়ত্ব করে ফেলেছে বলে যত আস্ফালন দেখাবে ততই বাড়বে এই ধরনের তাণ্ডব। নীরব দর্শক হয়ে ক্ষয় ক্ষতির হিসেব গোনা ছাড়া আর কিছুই করবার নেই এখন। অতএব এখন শুধু প্রতীক্ষা ডেথ টোল কত হয়, হাওয়ার বেগ কত হয়, কত দ্রুত উপকূলবর্তী মানুষদের নিরাপদ আস্তানায় নিয়ে যাওয়া যায়। 

মন থেকে চাই আর যেন মৃত্যুর নতুন রাজত্ব কায়েম না হয়। মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। যদিও জানি ১১০ কিলোমিটার বেগে হাওয়ায় কী হতে পারে। তাউট নাকি ১৮৫ প্রতি কিলোমিটার বেগে আছড়ে পড়বে। তাই আশঙ্কাটা বাড়ছেই। 

No comments: