আজ একটা অন্য রকম সকাল দেখল আন্দুলের লোকজন। একটা প্রত্যাশার সকাল , একটা অঙ্গীকারের সকাল একটা দলবদ্ধ আন্দোলন এর সকাল। শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনের আনন্দ ধূলি উড়েছিল এই পুণ্যভূমিতে সেই থেকেই এই অঞ্চলের নাম আন্দুল। ২য় হুগলী সেতুর টোল প্লাজা পার করে আন্দুল রোডে ঢুকলেই শুরু হয়ে যায় প্রাণান্তকর যানজট , এ তথ্য সবার জানা। চাপা ক্ষোভ ছিল , উষ্মা ছিল। কিন্তু সংগঠিত ভাবে কোনো গণআন্দোলন কেন জানি দানা বাঁধছিলো না। আজ সেই গণআন্দোলন এর সূচনা হল। আন্দুল রোড নিয়ে আমার আগের ব্লগ পোস্টে জানিয়েছিলাম আন্দুল রোড ইউজার্স এসোসিয়েশন এর কথা। এগিয়ে এলেন তাঁরাই। ঘড়ি ধরে সকাল ঠিক ১০টা থেকে আন্দুল বাস স্ট্যান্ডে শুরু হল আন্দুল রোডকে যানজট মুক্ত করার জন্য স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
জেলা শাসককে পাঠানো হবে এই সব সংগৃহিত স্বাক্ষর। কভার লেটারও তৈরী করে ফেলেছেন আয়োজকরা। অন্তত প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি হাসপাতাল, ৩টি ব্যস্ত রেল স্টেশন , বোটানিক্যাল গার্ডেন ও আন্দুল রাজবাড়ির মত ট্যুরিস্ট স্পট রয়েছে এই রাস্তায় ফলে স্বাভাবিক ভাবেই ট্রাফিকের চাপ থাকেই অপরিসর এই রাস্তায়। তারওপর রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ট্যাঙ্কার ট্রাক। রয়েছে অগুনতি টোটো , শামুকের গতিতে চলা ৬১, ৮০, ৫৯ নম্বর বাস ,রয়েছে মিনি বাস ও ২য় হুগলি সেতু দিয়ে চলাচল করা সাদা বাস।
কোন এক অদৃশ্য কারনে এই রাস্তায় ঢুকলেই বাস অসম্ভব ধীর গতিতে চলে। একটু বেশি প্যাসেঞ্জার তোলার আশায় যখন তখন দাঁড়িয়ে পড়ে সে সব বাস। ফলে তাদের প্রায়ই লেট মেক আপ করার জন্য শুরু হয় রেষারেষি। ভোগান্তির শিকার সাধারণ নিত্যযাত্রী, স্কুল কলেজ পড়ুয়া , পথচারী আর সাইকেল আরোহী রা। গ্রীন করিডোর হয়ে যাওয়ায় কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ভারী পণ্যবাহী যান পরিবহন প্রায় বন্ধই করে দিয়েছে হাওড়া পুলিশ। ফলস্বরূপ নাভিশ্বাস উঠেছে আন্দুল রোড এর। বিশাল বিশাল ট্রেইলার ট্রাক ঢুকছে আন্দুল রোডে। কোমায় চলে গেছে হাওড়ার অন্যতম পরিবহন করিডোর।
আন্দুল রোড ইউজার্স এসোসিয়েশন এর মুখপত্র সায়ম দাস জানাচ্ছেন শুধুমাত্র আন্দুল এ স্বাক্ষর সংগ্রহ করেই থেমে থাকবে না তাঁদের কর্মসূচি। এরপর মৌরি মিলগেট , নিমতলা, চুনাভাটি , হাঁসখালি, বকুলতলা , দানেশ শেখ লেন, আমতলা ফাঁড়ি , কলেজ ঘাট সর্বত্র তাঁরা জনসচেতনতা তৈরী করে স্বাক্ষর সংগ্রহ করবেন। যাঁরা রোজকার কাজে কর্মে আন্দুল রোড ব্যবহার করেন সেই সমস্ত নাগরিককে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছেন তাঁরা। আজই তৈরী হচ্ছে আন্দুল রোড ইউজার্স এসোসিয়েশন এর ফেসবুক পেজ যেখানে পাওয়া যাবে এই গণআন্দোলন এর আরো আপডেট।
No comments:
Post a Comment